এনএফবি,জলপাইগুড়িঃ
বুধবার রাজগঞ্জের যোগেশ্বরপাড়াতে বজ্রঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম কৈলাশ রায়(৩৪)। সে ওই এলাকারই বাসিন্দা। পেশায় গাড়ি চালক ছিলেন।
জানা গিয়েছে যে, এদিন সকালে নিজের চাষের জমিতে গিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎ বজ্রঘাত হয় এবং ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দেখে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।