জুলাই 3, 2024
Latest:
অর্থনীতিলেটেস্ট

জিএসটি বাবদ কেন্দ্র আয় ফের ১ লক্ষ ৩০ হাজার কোটি ছাড়াল

এনএফবি, নিউজ ডেস্কঃ

কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সংসদে ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার আগেই জানা গেল পণ্য পরিষেবা কর (Goods and Services Tax) বাবদ ডিসেম্বরে কেন্দ্রের আয়কে ছাপিয়ে গেল জানুয়ারি। শুধুমাত্র জানুয়ারিতেই জিএসটি( GST) বাবদ আয় হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা, ডিসেম্বর মাসে যা হয়েছিল ১ লক্ষ ২৯ হাজার কোটি টাকা। জানুয়ারির এই আয় সোমবার দুপুর ৩টে পর্যন্ত পাওয়া হিসাবের বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুনঃ ভোটমুখী বাজেট, ব্যালট না বেকারি দূরীকরণ? তাকিয়ে দেশ

২০২১-এর জানুয়ারি তুলনায় এবছরের জানুয়ারিতে আয় বেড়েছে ১৫ শতাংশ। ২০২০-র তুলনায় আবার আয় বেড়েছে ২৫ শতাংশ। আবার গত বছরের তুলনায় ২২-এর জানুয়ারিতে আমদানিকৃত পণ্যের উপর থেকে সংগৃহীত জিএসটি বাবদ আয় বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ, ঘরোয়া লেনদেন থেকে সংগৃহীত আয় বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ।

জিএসটি বাবদ আয় নিয়ে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে বলা হয়, ” ২০২২ সালের ৩১ জানুয়ারি দুপুর ৩টে পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৩৯৪ কোটি টাকা আয় হয়েছে জিএসটি থেকে। এর মধ্যে সিজিএসটি (CGST) বাবদ আয় হয়েছে ২৪ হাজার ৬৭৪ কোটি টাকা, এসজিএসটি (SGST) বাবদ ৩২ হাজার ১৬ কোটি টাকা এবং আইজিএসটি (IGST) বাবদ ৭২ হাজার ৩০ কোটি টাকা (আমাদানিকৃত পণ্য থেকে ৩৫ হাজার ১৮১ কোটি টাকা) আয় হয়েছে। সেস (Cess) বাবদ (আমদানিকৃত পণ্য থেকে ৫১৭ কোটি টাকা) আয় হয়েছে ৯ হাজার ৬৭৪ কোটি টাকা।” একইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, সিজিএসটি বাবদ মেটানো হয়েছে ২৯ হাজার ৭২৬ কোটি টাকা। এসজিএসটি বাবদ ২৪ হাজার ১৮০ কোটি এবং অ্যাড হকের ভিত্তিতে আইজিএসটি বাবদ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ৫০-৫০ অংশীদারিত্বে ৩৫ হাজার কোটি টাকার বকেয়া মেটানো হয়েছে। জিএসটি বাবদ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষতিপূরণ মেটানো হয়েছে ১৮ হাজার কোটি টাকার।

এর আগে, ২০২১ সালের ডিসেম্বর মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ২৯ হাজার ৭৮০ কোটি টাকা আয় হয়েছিল কেন্দ্রের। নভেম্বরে জিএসটি বাবদ আয় ছিল ১ লক্ষ ৩১ হাজার টাকা, জিএসটি কার্যকর হওয়ার পর থেকে যা ছিল দ্বিতীয় সর্বাধিক আয়। ২০২১ সালের এপ্রিল মাসেই জিএসটি বাবদ সর্বাধিক আয় হয়েছিল কেন্দ্রের, ১ লক্ষ ৩৯ হাজার ৭০৮ কোটি টাকা। সব মিলিয়ে এই নিয়ে চতুর্থ বার জিএসটি বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল।