এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
করোনা আবহে জিএসটি সংগ্রহ ১ লক্ষ ৩১ হাজার কোটি ছাড়িয়ে গেল। ২০১৭ সালের জুলাই মাস থেকে জিএসটি নেওয়া শুরু হওয়ার পর থেকে এই আদায় দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ, চলতি বছর এপ্রিল মাসে সর্বোচ্চ জিএসটি আদায় হয়। এই বছর নভেম্বর মাসের সংগৃহীত জিএসটি গত বছরের নভেম্বরে আদায় করা জিএসটির তুলনায় ২৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবর্ষের নভেম্বরে আদায় করা জিএসটির তুলনায় এই বছর আদায় হওয়া জিএসটি ২৭ শতাংশ বেশি।
নভেম্বর মাসে জিএসটি বাবদ মোট ১ লক্ষ ৩১ হাজার ৫২৬ কোটি টাকা সংগ্রহ করা হয়। যার মধ্যে সিজিএসটি হল ২৩ হাজার ৯৭৮ কোটি, এসজিএসটি হল ৩১ হাজার ১২৭ কোটি টাকা এবং আইজিএসটি হল ৬৬ হাজার ৮১৫ হাজার কোটি টাকা।পণ্য আমদানিতে সংগৃহীত ৩২ হাজার ১৬৫ কোটি সহ এবং সেস (৯ হাজার ৬০৬ কোটি টাকা-সহ) পণ্য আমদানিতে ৬৫৩ কোটি টাকা সংগৃহীত।
এর আগে অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ জিএসটি আদায়ের রেকর্ড তৈরি হয়েছিল। তবে এই মাসে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এর আগে অক্টোবরে জিএসটি বাবদ মোট ১ লক্ষ ৩০ হাজার ১২৭ কোটি টাকা সংগ্রহ করা হয়।
✅₹ 1,31,526 crore gross GST revenue collected in November
— PIB India (@PIB_India) December 1, 2021
✅Revenues for the month of November 2021, 25% higher than the GST revenues in the same month last year and 27% over 2019-20
Details: https://t.co/YK46Fr7uPX pic.twitter.com/Lvd4sodHkj