জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বাড়ি নির্মাণের গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত ১শ্রমিক

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বাড়ি নির্মাণের গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ১ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জ্যোতঘনশ্যাম এলাকায়। ৯ই জুলাই, শনিবার সকালে দাসপুর -২ ব্লকের জ্যোতঘনশ্যাম গ্রামে রাস্তার পাশে শ্রীকান্ত কুইলা নামের এক ব্যক্তির পাকা বাড়ি নির্মাণের জন্য বেশ কিছু গর্ত খোঁড়া হচ্ছিল। শনিবার সেই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে করা গর্তের মধ্যেই চাপা পড়ে গুরুতর আহত হয় এক শ্রমিক। জানা গিয়েছে বাড়ি নির্মাণের পূর্বে বাথরুমের জন্য বেশ কিছু চেম্বার বসানো হচ্ছিল, সেই চেম্বারের গর্তেই চাপা পড়ে গুরুতর আহত হয় এক শ্রমিক। সূত্র মারফত জানা গিয়েছে আহত শ্রমিকের নাম প্রশান্ত মাইতি। বাড়ি দাসপুরের আজুরিয়া এলাকায়। প্রাথমিকভাবে ঘটনা স্থলেই তার চিকিৎসা করার পর, সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। তবে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন ওই বাড়ির মালিক। যদিও বাড়িটি প্রশাসনিক মদতেই নাকি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বদের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।