জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

রাজাভাতখাওয়ায় মুক্ত করা হল ১০ টি শকুন

এনএফবি,আলিপুরদুয়ারঃ

সোমবার আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া সংরক্ষণ কেন্দ্র থেকে ১০ টি শকুন কে প্রকৃতিতে মুক্ত করা হল। এদিন শকুনগুলিকে খাঁচা থেকে বের করে ছেড়ে দেওয়া হয়।

বন দপ্তর জানিয়েছে, বিশেষ যান্ত্রিক পদ্ধতির সাহায্যে শকুনগুলির গতিবিধির ওপর নজরদারি চলবে। গতবছর রাজাভাতখাওয়া থেকে বক্সার জঙ্গলে দশটি শকুন ছাড়া হয়েছিল। বন দপ্তরের আধিকারিকরা জানান, গত বছর ছাড়া দশটি শকুন সুস্থ অবস্থায় রয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে শকুনের সংখ্যা বাড়ানো দরকার।

নিজস্ব চিত্র