বহরমপুরে পোস্তর খোসা সহ – ধৃত ২

এনএফবি,মুর্শিদাবাদঃ

বিপুল পরিমাণে পোস্তর খোসা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর কাস্টমস।

মঙ্গলবার দুপুরে বহরমপুর চুঁয়াপুর কাস্টমসের সুপার অরিজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূম জেলার ইলামবাজার এলাকায় বারো চাকার একটি ট্রাককে আটক করে। সেই ট্রাক থেকে উদ্ধার হয় ৪৬৩ কেজি পোস্তর খোসা। গ্রেফতার করা হয় পর্বত সিং ও বলজিৎ সিং নামে দুই ব্যক্তিকে।

নিজস্ব চিত্র

জানা গেছে ,ধৃতরা হরিয়ানা থেকে ট্রাকটি নিয়ে আসে এবং রাস্তার মধ্যে তারা রেলের কিছু যন্ত্রাংশ গাড়িতে লোড করে। তারপর বীরভূমের ইলামবাজারে এসে ওই গাড়িতে পোস্তর খোসা লোড করে। বিপুল পরিমাণ পোস্তর খোসা দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে, এই ধরণের পাচারের কাজ তারা আগে থেকেই করে। উদ্ধার হওয়া পোস্তর খোসার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।