জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

কোলাঘাটে প্রতারণার অভিযোগে ধৃত ২

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশ বড়সড় সাফল্য পেল । ২ দুষ্কৃতীকে কোলাঘাটের হলদিয়া মোড় থেকে পাকড়াও করে নিজেদের হেফাজতে নিলো পুলিশ।

জানা গেছে রাজা হালদার বাড়ি বারুইপুর এবং লাল্টু হালদার বাড়ি কুলপি থানার অন্তর্গত বাড়ি, এদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাত আট জনের একটি দল পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রতারিত করতো সাধারণ মানুষকে। প্রথমে গিয়ে সাধারণত মহিলাদের লক্ষ্য করেই প্রতারণার ফাঁদ পাততো। কোন মহিলাদের সামনে এই দলের যুবক একজন এসে টাকা কুড়িয়েছে সেটা তাদের কিনা জিজ্ঞেস করবে। পরে আরও একজন কিছু পরে এসে ঐ মহিলাকে জিজ্ঞাসা করবে কেউ টাকা কুড়িয়েছে কিনা। ফের আগের ব্যক্তি এসে ঐ মহিলাকে বলবে এই টাকাটার কোন মালিকানা নেই। তাই এই টাকাটা ভাগ করে নিই আমরা। এই ফাঁদে ফেলে মহিলাদের তাদের কিছু গহনা দিতে বলবে এবং তাকে পুরো টাকাটাই দিয়ে দেবে। আর এখানেই প্রতারণার ফাঁদে ফেলে মহিলাদের। তাদের কাছ থেকে গহনা নিয়ে টাকার বান্ডিল ঐ মহিলাদের তারা দিয়ে দেয়। পরে দেখাযাবে ঐ টাকার বান্ডিলে প্রথমের টাকাটাই আসল ও ভেতরে খবরের কাগজে মোড়া। এ ভাবেই প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে পূর্ব মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা, কোলকাতা সহ একাধিক জেলায়।

নিজস্ব চিত্র

গতকাল কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া মোড় থেকে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে আগেই খবর ছিলো হলদিয়া মোড়ে এরকম প্রতারণার ফাঁদ ফেলবে। আর কোলাঘাট থানার পুলিশ এই ২ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, ১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা, একটি ছুরি এবং লোহার রড উদ্ধার করে পুলিশ। রবিবার কোলাঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করেন কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা ও এস ডি পি ও তমলুক সাকিব আহমেদ। তিনি জানান, এদের ৭/৮ জনের এদের গ্যাং রয়েছে। বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।