জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ওদলাবাড়ির কাছ থেকে প্যাঙ্গোলিনের চামড়া ও আঁশ-সহ ধৃত ২

এনএফবি, জলপাইগুড়িঃ

প্যাঙ্গোলিন মেরে মাংস খেয়ে চামড়া এবং আঁশ সহ দুজনকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। জানা যায়, ধৃতদের নাম পালদেন লেপচা(২৮) ও দিলীপ কুমার রাই(৫০)। দুজনেই কালিম্পং-র বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ির একটি হোটেলের কাছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। এরপর সেখান থেকে প্যাঙ্গোলিনের আঁশ ও চামড়া সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় কালিম্পং-র জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে।

ধৃতরা। নিজস্ব চিত্র

শিকার করার পর ঐ প্যাঙ্গলিনের মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল তাদের। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গোটা ঘটনার তদন্তে নেমেছে।