জুলাই 5, 2024
Latest:
জেলা

মিড ডে মিলে মাংস-ভাত খেয়ে অসুস্থ ২০,আশঙ্কাজনক ৫

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ২০ জন পড়ুয়া। যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে ,বিদ্যালয়ে মোট ১২০ জন পড়ুয়া রয়েছে। তাদের এই দিন মিডডে মিলে মাংস ভাতের ব্যবস্থা করা হয়। সেই মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ে একে একে ২০ জন। তাদের প্রথমে গেঁওখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তারা সুস্থ রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে এই দিন বিকেলের পর মহিষাদল গ্রামীণ হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী , বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ স্থানীয় জন প্রতিনিধিরা। বিধায়ক এবং বিডিও জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।