ডোমকলে ২২টি সকেট বোমা উদ্ধার

এনএফবি, মুর্শিদাবাদঃ

আবারও বোমা উদ্ধার করা হল ডোমকলে। এবার ২২টি সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদীর ধারে। শনিবার সকালে বোমাগুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।

উল্লেখ্য গত ৩০ জুন ডোমকলের বাবলাবোনা মাঠপাড়া এলাকায় সালিশি সভায় গুলি চলে। তাতে মৃত্যু হয় মেহেদিপাড়ার আফজাল হোসেন নামের এক ব্যক্তির। ঘটনার পরে ঐ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়াও এলাকায় চলে পুলিশি টহল। তারপরেই শনিবার সকালে বাবলাবোনা এলাকার মাঠের দিকে শিয়ালমারী নদীর ধার থেকে ২২ টি সকেট বোমা উদ্ধার করে।

বোমা উদ্ধারের ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিস্পোজাল স্কোয়াডকে।

নিজস্ব চিত্র
YouTube player