রাজ্যে নতুন করে সংক্রমিত ২৬৫৯

করোনা রোগীর মৃত্যু

এনএফবি, কলকাতাঃ

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫৯ জন। আজ রাজ্যে ৫ জন করোনা রুগীর মৃত্যু হয়েছে । আজ সুস্থ হয়েছেন ৯৮৩ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫৮৮০ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬১০ জন। হোম আইসোলেশনে আছে ২৫২৭০ জন ৷ আক্রান্তের হার ১.০৩ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫৬ হাজার ২৮৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯ হাজার ১৫৪ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২৫১ জন।