এনএফবি, জলপাইগুড়িঃ
বিরাট সাফল্য পেল ময়নাগুড়ি থানা। বেশকিছু সোনার অলংকার উদ্ধার-সহ চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। কয়েক মাস আগে ময়নাগুড়ি গ্যাসের ডিস্ট্রিবিউটারের বাড়িতে এক চুরির ঘটনা ঘটেছিল।
সেই সময় সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবককে চুরি করতে দেখা গিয়েছিল। এরপরেই তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছিল সেই বাড়ি থেকে বলে অভিযোগ। তার রেশ কাটতে না কাটতেই ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় দিনের বেলায় আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। কিন্তু সেই সময় গৃহকর্ত্রীর তৎপরতায় এলাকার লোকজন ধরে ফেলে চোরকে। গণ প্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তদন্ত করে দেখতে পায় এর আগে গ্যাসের ডিস্ট্রিবিউটারের বাড়িতে যে চুরি হয়েছিল তার সাথে এর মিল রয়েছে। পুলিশি জেরায় স্বীকার করে নেয় সেই ডিস্ট্রিবিউটরের বাড়িতে চুরি করেছিল।
পরবর্তীতে তাকে রিমান্ডে নেয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় দুজনের নাম। জানা যায়, তারাও এ চুরিতে তার সাথে ছিল বলে। আজ মঙ্গলবার দুপুরে কমল রায় ও ঋষিকেশ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু সোনার অলংকার উদ্ধার হয়।