জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

মাথাভাঙ্গায় রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ৩

এনএফবি, কোচবিহারঃ

রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ৩। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায়। দুই পরিবারের আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও খবর লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

জানা গেছে,রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃ‌ষ্টি হয়। অমল বর্মনের স্ত্রী জনতা বর্মন জানান,” রাস্তা চওড়া করার জন্য আমার কাকা শ্বশুরের বাড়ির একটি গাছ কাটতে হয়। তাহলে আমাদের বাড়ি যাওয়া আসা করতে সুবিধা হবে। সে মতো আমরা গাছ কাটা শুরু করি। কিন্তু কাকা শ্বশুরের পরিবারের তিন সদস্য আমাদের উপর চড়াও হয় এবং দু জন আহত হয়। “

নিজস্ব চিত্র

অপরদিকে কাকা শ্বশুর লক্ষ নাথ বর্মন জানান,” তাদেরকে অন্যদিকে জমি দেওয়া হয়েছে। তবুও আমাদের একটা গাছ কাটতে শুরু করে। বাধা দিতে গিলে আমার মাথা ফাটিয়ে দিয়ে মারধর করে।” দুই পরিবারের আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও খবর লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

নিজস্ব চিত্র

এলাকার প্রধান মহেশ চন্দ্র বর্মন জানান, রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে। উন্নয়নের স্বার্থে দুই পরিবারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
উল্লেখ্য, এনআরজিএসের তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাভেল রাস্তা থেকে বিপিনের বাড়ি পর্যন্ত ১৪০ মিটার সিসি রোডের কাজ শুরু হয়েছে।