এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
হড়পা বানে বিধ্বস্ত অমরনাথ। বাহিনীর দিনরাত চেষ্টার পরও নিখোঁজ বহু মানুষ। দ্রুত ফের যাত্রা শুরুর চেষ্টা করা হচ্ছে বলেও জানা গিয়েছে। তবে এখন বন্ধই রয়েছে যাত্রা। শুক্রবার অমরনাথ গুহার আশপাশে প্রবল বৃষ্টির ফলে হড়পা বানে ভেসে যায় গুহার সামনের শিবির ও বালতাল বেসক্যাম্প। এখনও ১৬ জনের মৃত্যুুর খবর জানা যায়।
গত ৭ তারিখ থেকে মেঘ ভাঙা বৃষ্টিতে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ৩ বাসিন্দা। আশঙ্কায় ভুগছে পরিবার। বাসিন্দারা সম্পর্কে ৩ বোন, কল্পনাবালা ভৌমিক,কৃষ্ণা মন্ডল এবং বন্দনা বাগ গত ৫ তারিখ যাত্রা করেছিলেন অমরনাথের উদ্দেশ্যে। পরিবারের সাথে শেষ কথা হয় গত ৭ তারিখ। তারপরে শত চেষ্টাতেও কোনো যোগাযোগ হয়নি পরিবারের সাথে।
সোমবার সন্ধ্যায় নিখোঁজ মহিলাদের পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্ত হলে মহিষাদল থানার ওসি পূর্ণ সহযোগিতা করেন বলে পরিবার সূত্রে খবর। নবান্নের কন্ট্রোল রুমে জানানো হয় এবং সেই পরিবারকে বিডিওর সাথেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়।