জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

সুতিতে বিনা মাস্কে আটক ৩০

এনএফবি,মুর্শিদাবাদঃ

মাস্ক বিহীন পথচলিত মানুষদের আটক করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। বার বার সুতি থানার তরফ থেকে সুতি ব্লকের বাসিন্দা এবং পথচলিত মানুষদের করোনা ভাইরাস ও ওমিক্রনের সতর্ক বার্তা দেওয়া হলেও এখনও হুঁশ ফেরেনি সুতির বাসিন্দাদের ৷ তারই জেরে শুক্রবার সকাল থেকে সুতি থানার পুলিশ মাস্ক বিহীন পথচলিত মানুষদের আটক করে । জানা গেছে , আজ মোট ৩০ জন মাস্ক বিহীন ব্যক্তিকে আটক করা হয়েছে