জুলাই 8, 2024
Latest:
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৩০

এনএফবি, নিউজ ডেস্কঃ

যুদ্ধের বিভীষিকার মাঝে শুক্রবার পাকিস্থানের পেশোয়ারে একটি মসজিদে নামাজের সময়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনেরও বেশি মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কারা তা এখনও জানা যায় নি। তবে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পেশোয়ারে।

জিও নিউজ- এর সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদটিতে প্রতি শুক্রবাবের মতো এদিনও নামাজ পড়ার জন্য জমায়েত হন ইসলাম ধর্মালম্বী মানুষরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন প্রচন্ড শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পান সবাই। কেটে যায় প্রার্থনার রেশ। গোটা মসজিদে তখন শুধু তীব্র ধোঁয়া আর রক্ত। ধ্বংসস্তূপে পড়ে রয়েছে মৃতদেহ। কাউকেই চেনা যাচ্ছে না। মসজিদ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় আতঙ্কিত মানুষদের মধ্যে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন পুলিশকর্মীও আছেন। বিস্ফোরণ থেকে বেঁচে ফেরা শায়ন হায়দার জানিয়েছেন, তিনি মসজিদে সবে ঢুকেছিলেন। সেইসময় আচমকা বিস্ফোরণে রাস্তার উপর ছিটকে যান।