রাজ্যে নতুন করে সংক্রমিত ৩,৬০৮

এনএফবি, কলকাতাঃ

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জন করোনা রুগীর। আজ সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১৬ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৭২৫ জন। আক্রান্তের হার ১.০৩ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৪৮১ জন।