জুলাই 8, 2024
Latest:
জেলা

কোচবিহারে ৪ লক্ষ করোনা পরীক্ষা সম্পূর্ণ, উদযাপন

এনএফবি, কোচবিহারঃ

চার লক্ষ করোনা পরীক্ষা সম্পূর্ণ করায় সেলিব্রেট করল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ল্যাবরেটরি বিভাগ। আজ ওই বিভাগে কেক কেটে কর্মীরা সেলিব্রেট করেন। সেখানে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান সহ মেডিক্যাল কলেজের উচ্চ পদস্থ আধিকারিক, চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনা মোকাবিলায় প্রথম থেকেই সক্রিয় ভাবে কাজ করেছে কোচবিহার জেলা। জেলা প্রশাসন, পুলিশ স্বাস্থ্য দফতরের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রতিদিন বেশ কিছু স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্প করে করোনা পরীক্ষার লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এবং সময় মত পরীক্ষা করে রিপোর্ট জানিয়েও দেওয়া হয়েছে। আর সেই কারণেই কোচবিহারে করোনা প্রত্যেক ঢেউয়ে মারাত্মক আকার নিতে পারেনি বলে অনেকেই মনে করেন।

এদিন জেলা শাসক বলেন, “ করোনার শুরু থেকে এই ল্যাবরেটরি দুর্দান্ত কাজ করেছে। এই ল্যাব থেকে ৪ লক্ষ কোভিড টেস্ট হয়েছে। সেই কারণেই এদিন সেলিব্রেট করা হল।”