গ্রুপ-ডি পদে প্রকাশিত তালিকায় দক্ষিণ দিনাজপুরের ৪২ জন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

ভুয়ো শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদেও তালিকা প্রকাশ। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাতেই বিভিন্ন স্কুলের গ্রুপ ডি পদে ৪২ জনের নামের তালিকা জেলার বিভিন্ন স্কুলে পাঠালো বিদ্যালয় পরিদর্শক। গত ২৪ ডিসেম্বর ডি আই অফিস থেকে পাঠানো ঐ তালিকায় যে সমস্ত গ্রুপ ডি কর্মী রয়েছেন বিভিন্ন স্কুলে কর্মরত, তাদের‌ও এ বিষয়ে অবগত করতে বলা হয়েছে স্কুলগুলিকে, এবং স্কুলগুলি যে তাদের অবগত করেছে সে বিষয়ে তিন দিনের মধ্যে ডিআই অফিসকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জেলার স্কুলগুলি নির্দেশিকা অনুযায়ী ডিআই অফিসে তালিকায় থাকা নামগুলির সমস্ত তথ্য পাঠাতে শুরু করেছে।

স্কুলগুলির গ্রুপ ডি পদের তালিকা প্রকাশ্যে আসতেই, এ বিষয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ভুয়ো শিক্ষকের পর এবার গ্রুপ ডি পদে তালিকা প্রকাশ পেয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাতেই ৪২ জনের নাম রয়েছে ওই তালিকায়। তিনি আরও জানান চাকরি জীবনের প্রথমে তিনি জেলার যে রাজুয়া সখি সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, গ্রুপ ডি তালিকায় সে স্কুলেরও এক কর্মীর নাম রয়েছে। সুকান্ত বাবুর অভিযোগ, তৃণমূল টাকার বিনিময়ে এই চাকরি দিয়েছিল। এখন তাদের দুর্নীতি আস্তে আস্তে ধরা পড়ছে। গোটা রাজ্যটাকে লুটের রাজত্বে পরিণত করেছে তৃণমূল। গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এরপরে আর মানুষের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা থাকবে না।

দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানান, বিজেপি কি বলল, তার উত্তর দেব না। বিজেপি প্রচারের আলোয় আসতে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। নিয়োগে বেনিয়ম বা সঠিক হয়েছে কিনা তা আদালত বিচার করবে।