এনএফবি, নিউজ ডেস্কঃ
ইউক্রেনের ডনবাসে ইতিমধ্যেই দেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মিসাইল হামলা শুরু হওয়ায় ইউক্রেনের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যস্ত হয়েছে মোবাইল সংযোগ ব্যবস্থাও। কিয়েভ, খারকিভেও মিসাইল হামলা চলছে বলে জানা গিয়েছে। ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সংবাদদাতারা ভারী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।
#UPDATE Explosions heard in Ukraine’s capital Kyiv and the eastern port city of Mariupol, shortly after Russia announced an operation to “demilitarise” the country.
— AFP News Agency (@AFP) February 24, 2022
AFP correspondents in both cities heard powerful blasts and in Mariupol residents report hearing artillery fire pic.twitter.com/bxlIHyoJB9