এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পুরসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোট পর্ব ৷ বেলা গড়ানোর সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে উত্তেজনার বিভিন্ন খবর আসছে ৷ জেলার খড়্গপুর পুরসভার ২২ নং ওয়ার্ডে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়ালো।
জানা গেছে,খড়্গপুর পুরসভার ২২ নং ওয়ার্ডের ট্রাফিক উচ্চবিদ্যালয়ে ভোট দিতে আসা এক ভোটারের অভিযোগ, ভোট দিয়ে বেরোতেই ছেলের মাথায় হাত দিয়ে শপথ নিতে জোর করা হয়, কাকে ভোট দিয়েছি জানতে চেয়ে ৷
অন্য দিকে আরও এক ভোটার অভিযোগ করেন, ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন তার ভোট পড়ে গেছে। এনিয়ে ভোটারদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় রয়েছে উত্তেজনা।