অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচে তাঁর থেকে সেঞ্চুরির প্রত্যাশা আরেক তারকা সুনীল গাভাসকরের। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে নামছেন বিরাট কোহলি। ভারতের হয়ে এই রেকর্ড প্রথম করেছিলেন সুনীল গাভাসকর। সেই নজির ছোঁয়ার সামনেই এবার বিরাট কোহলি। আর এখনও পর্যন্ত কোনও ভারতীয়রা যে রেকর্ড করতে পারেননি, মোহালীতে বিরাটের ব্যাট থেকে সেটাই চাইছেন প্রাক্তন কিংবদন্তী ভারতীয় তারকা সুনীল গাভাসকর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ সিরিজের প্রথম টেস্টে নামবে ভারত। প্রথমে কথা চললেও, সেই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি নেই। দর্শকহীন গ্যালারীর সামনেই কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট। সেই ম্যাচে দর্শক না থাকার জন্য আগেই হতাশা প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। এবার প্রাক্তন তারকার মুখে অন্য কথা। বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরী চাইছেন তিনি। সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমি চাই বিরাট তাঁর শততম টেস্টে সেঞ্চুরী পান। বিশ্ব ক্রিকেটে বেশী ব্যাটসম্যানের এই রেকর্ড নেই। আমার যতদূর মনে পড়ছে কলিন ক্রডওয়ে বোধহয় প্রথম ক্রিকেটার যিনি ১০০তম টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন। এছাড়া জাভেদ মিঁয়াদাদ করেছিলেন এবং অ্যালেক্স স্টিওয়ার্ট করেছিলেন শতরান। বহু ক্রিকেটারই শততম টেস্ট খেলেছেন। কিন্তু সেই ম্যাচে শতরান পেয়েছেন খুব কম ক্রিকেটারই। আমি নিজেই শততম টেস্টে ৪৮ রানে আউট হয়ে গিয়েছিলাম”।