রাজ্যে নতুন করে সংক্রামিত ৬৮

করোনা রোগীর মৃত্যু

এনএফবি, কলকাতাঃ

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮ জন। একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১ জন করোনা রুগীর। আজ সুস্থ হয়েছেন ১০৫ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৯ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১১৬ জন। হোম আইসোলেশনে আছে ১ হাজার ৪৩১ জন, সেফ হোমে আছেন ২ জন। আক্রান্তের হার .৩২ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ২৫০ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৮১ জন।