এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব। পুরোপুরিভাবে তৃণমূলের তরফ থেকে নাম ঘোষণার পরেই কর্মীদের ভিড় জমেছে বালুরঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক মিত্রের বাসভবনে। তার শুভাকাঙ্খীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে এবং মিষ্টিমুখ করিয়েদেন।
অশোক মিত্র জানান, দলনেত্রী যোগ্য প্রার্থী হিসেবে বালুরঘাট পুরসভার গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ৷ প্রথমে গ্রীন সিটি ক্লিন সিটি গড়ে তোলাই তার মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি জানান, রাস্তাঘাট, ড্রেনের নিকাশি ব্যবস্থা আরও উন্নত মানের করা হবে।