এনএফবি, নিউজ ডেস্কঃ
ফের পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সংবাদ সূত্রে জানা গেছে, পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট পাক সেনাঘাঁটি এলাকায় রবিবার সকালে পর পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে এই বিস্ফোরণের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। জানা যায়নি হতাহতের সংখ্যাও।
মনে করা হচ্ছে বিস্ফোরণের জেরে সেনাঘাঁটির অন্দরে থাকা অস্ত্রাগারেও আগুন লেগেছে। সরকারি ভাবে পাকিস্তান সেনাবাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
Something is Happening in #Sialkot
— MariA RazAa (@RazaaMaria) March 20, 2022
Cant #Sialkot pic.twitter.com/UsZ97NhW7M
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভুলবশত কোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলেই এই ঘটনার উৎপত্তি। টুইটারে পাকিস্তানের এক সাংবাদিকের ভিডিও টুইট থেকে বিস্ফোরণের খবর ছড়িয়ে পরে।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।যার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।
Pakistan: Massive explosion heard in Sialkot Cannt area
— ANI Digital (@ani_digital) March 20, 2022
Read @ANI Story | https://t.co/GnP6fxOuU9#Pakistan #Sialkot pic.twitter.com/XBJ2RvbQbE