এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
লোক সংস্কৃতি উৎসবের সূচনা হল আজ। ৩ দিন ধরে চলবে এই উৎসব ৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে শুক্রবার জেলার লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি যাত্রা উৎসবের শুভ সূচনা হয়। এইদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলে, দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।