অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, তা প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতেই বুঝিয়ে দিলেন। ২৭ বলে ঝোড়ো ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন সঞ্জু। পাশাপাশি অজি ক্রিকেটর শেন ওয়াটসনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন রাজস্থান অধিনায়ক।
IPL র ইতিহাসে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন সঞ্জু। এর আগে এই নজির ছিল ওয়াটসনের দখলে। ওয়াটসন ২০১৫ সাল পর্যন্ত রাজস্থানের জার্সিতে মোট ৭৪ ম্যাচে ১০৯টি ছয় মেরেছিলেন। এবার সেই রেকর্ডকে পিছনে ফেলে এই মুহূর্তে ১১০টি ছয়ের মালিক হয়ে গেছেন সঞ্জু। ২০১৩ সাল থেকে রাজস্থান জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ৯৪ টি ম্যাচ। মঙ্গলবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংসে সঞ্জু মারেন তিনটি চার ও পাঁচটি ছয়। এই তালিকায় সঞ্জু ও ওয়াটসনের কাছাকাছি কোন ব্যাটসম্যান না থাকলেও। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জোস বাটলার। বাটলার ৪২ ম্যাচে রাজস্থানের হয়ে ৬৭টি ছয় হাঁকিয়েছেন।
সঞ্জুর ৫৫ রানের পাশাপাশি দেবদূত পাডিক্কালের ৪১ ও শিমরন হেতমায়েরের ৩২ রানে ভর করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স শুরুতেই উইকেট হারাতে থাকে। শেষে অবশ্য ওয়াশিংটন সুন্দরের ৪০ ও এডেন মার্করামের অপরাজিত ৫৭ রানে কোনওক্রমে ১৪৯ রান তোলে সানরাইজার্স।
গত দু বছর ধরেই রাজস্থান রয়্যালসের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন সঞ্জু স্যামসন। যদিও এখনও পর্যন্ত সেই সাফল্য পায়নি রাজস্থান। গত বছর ২০২১ সালে স্যামসন ১৪ ম্যাচে ৪০.৩৩ গড় এবং ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেছেন । নিজে ভালো খেললেও দলকে সাফল্য দিতে পারেননি।
শেন ওয়ার্নের হাত ধরে প্রথম মরশুমেই আইপিএল ট্রফি এসেছিল রাজস্থান রয়্যালসের ঘরে। কিন্তু তারপর থেকে চ্যাম্পিয়নের তকমা অধরাই রয়ে গিয়েছে। গত মরশুমে ১৪টা ম্যাচের মধ্যে ন’টাতেই হারে রাজস্থান । মাত্র পাঁচটা ম্যাচ জিতে লিগ তালিকার সাত নম্বরে টুর্নামেন্ট শেষ করে তারা।
এই মরশুমে রাজস্থান দলঃ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জোস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সিমরন হেটমেয়ার, দেবদূত পাড়িক্কল, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি কারিয়াপ্পা, নবদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বরোকা, কুলদীপ যাদব, শুভম গারওয়াল, জিমি নিশাম, নাথান কল্টার-নাইল, ভ্যান ডার ডুসেন, ডারিল মিচেল।