চা শ্রমিকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই কন্যা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

গভীর রাতে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মহুয়া চা বাগানে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই চা বাগানের বাসিন্দা মহেশ মারাণ্ডির বাড়িতে আগুন লাগে। গতকাল জয়গাঁতে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন মহেশ মারাণ্ডি ও তাঁর স্ত্রী আরতি। সেই সময় বাড়িতে তাঁদের দুই শিশুকন‍্যা নেহা ও পূজা ছিল। অল্পের জন্য বেঁচে যায় ওই দুই শিশু কন্যা । নেহা জানায়, গভীর রাতে বোনের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখনই ঘরে আগুন দেখে সেখান থেকে বেরিয়ে যায় দুই বোন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।