এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
গঙ্গারামপুর পুরসভার শিববাড়ি এলাকায় অনুষ্ঠিত হওয়া বারুনী মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন।শুক্রবার এমন নির্দেশের পরে শোরগোল পড়ে যায় এলাকায়।জানা গেছে শিববাড়ি এলাকার বাসিন্দা আর্চিত নন্দীর অনুমতি না নিয়ে শিববাড়ি এলাকায় তার জায়গার ওপরে বসানো হয়েছে বারুনী মেলা। এমন অভিযোগ তুলে সরব হন তিনি। অভিযোগ পাওয়ার পরেই শিববাড়ি এলাকার শতাব্দী প্রাচীন বারুনী মেলা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।ঘটনার পর মেলা বন্ধের তৎপরতা শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। উল্লেখ্য জেলার বারুনী স্নানের মেলাগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিববাড়ির বারুনী মেলা।প্রতি বছর দোল পূর্ণিমার ১২দিনের মাথায় শুরু হয় এই মেলা।গতবার করোনা আবহের কারণে বন্ধ ছিল এই মেলা।কিন্তু এবারে করোনা আবহ শিথিল হতেই গত বুধবার থেকে এলাকায় শুরু হয় মেলা। ঘটনার পর আজ শুক্রবার মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন। মূলত অনুমতি না নিয়ে অন্যের জায়গায় মেলা বসানোর অভিযোগ পেতেই মেলা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। এমন খবরে শোরগোল পড়েছে এলাকায়। এদিকে এমন নির্দেশ পাওয়ার পরে মেলা বন্ধের তৎপরতা শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।