এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ
অবৈধ লেনদেনের অভিযোগে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার শাওমির(Xiaomi) বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে, শাওমির ৫ হাজার ৫২১ কোটি ২৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বিদেশি মুদ্রা লেনদেন আইন-১৯৯৯ অনুযায়ী চিনা সংস্থাটির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়।
গত আট বছর ধরে ভারতের মোবাইল বাজার বড় প্রভাব রয়েছে চিনা সংস্থা শাওমির। ২০১৪ সালে ভারতে ব্যবসা শুরু করেছিল এই চিনা সংস্থাটি। ইডি সূত্রে খবর, প্রথম তিন বছরে তুলনায় ভারতের বাজারে পরের তিন বছরে তার ২০০ শতাংশ ব্যবসা বাড়িয়েছিল তারা।
এ দেশে থেকে শাওমি যে তিনটি বিদেশি কোম্পানিতে টাকা পাঠাত সেই লেনদেনে অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি ইডি-র। যে পরিমাণ টাকা রয়্যালটি বাবদ বিদেশী তিনটি সংস্থার অ্যাকাউন্টে গিয়েছে তা সঠিক নয়। বিদেশে অর্থ প্রেরণ করার সময় ব্যাঙ্কগুলিতে “বিভ্রান্তিকর তথ্য” সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ। এই তিন বিদেশি সংস্থার একটি শাওমি গ্রুপের ও বাকি দুটি মার্কিন সত্ত্বাভূক্ত। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চিনা এই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু ইডি।
ED has seized Rs.5551.27 Crore of M/s Xiaomi Technology India Private Limited lying in the bank accounts under the provisions of Foreign Exchange Management Act, 1999 in connection with the illegal outward remittances made by the company.
— ED (@dir_ed) April 30, 2022