এনএফবি, কোচবিহারঃ
গত ১৭ দিন থেকে নিখোঁজ থাকা নাবালিকাকে উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার অফিসের সামনে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান করলো দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ) ৷
বিক্ষোভকারীদের অভিযোগ, নাবালিকাকে অপহরণ করেছে পাশের গ্রামের এক যুবক। গোটা ঘটনা জানিয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল নাবালিকার পরিবার। তারপর এখনও পর্যন্ত নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ দেখায় ওই সংগঠন।
এদিন পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার অফিসের সামনে বিক্ষোভ দেখান ও স্মারক লিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিরা।
জানা যায়, ৩০ শে এপ্রিল শনিবার জিসিপিএ-র মাথাভাঙ্গা ২ ব্লক কমিটি ওই নাবালিকার পরিবারকে সঙ্গে নিয়ে মিছিল করে ঘোকসাডাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। আন্দোলনরত কর্মীদের এক প্রতিনিধি দল বিষয়টি নিয়ে স্মারকলিপি প্রদান করে।
জিসিপিএ-র মাথাভাঙ্গা ২ ব্লক কমিটির সম্পাদক পরিমল বর্মন জানান, ওই রাজবংশী নাবালিকার পরিবার থানায় নিখোঁজ, অপহরণের মামলা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। কিন্তু ১৭ দিন পরেও প্রশাসন ওই নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। তাই আমরা এদিন এই কর্মসূচি পালন করেছি। পুলিশ দ্রুত নাবালিকাকে উদ্ধার সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে আমরা ফের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ শে এপ্রিল সংগঠনের পক্ষ থেকে ঘোকসাডাঙা থানার সামনে বিক্ষোভ দেখান ও নাবালিকা সহ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্মারক লিপি জমা করে।
মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, পুলিশ বসে নেই নাবালিকা সহ অভিযুক্তকে ট্রেস করে উদ্ধার করতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করবে বলে তিনি আশাবাদী।