এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন,সেই নোবেল চুরির ঘটনাকে নিয়ে তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআইকে,সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশন চত্বরে চায় পে চর্চা তে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন ৷তিনি বলেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে প্রথম বাঙালি হিসেবে গর্বের সহিত তিনি নোবেল পেয়েছিলেন,সেটা আমরা সামলে রাখতে পারিনি এটা অত্যন্ত লজ্জার বিষয় ৷ পাশাপাশি অর্জুন সিংকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়নি সেই বিষয় নিয়ে তিনি বলেন, আমি জানিনা কেন বৈঠক ডাকা হয়েছে আর কাদের কাদের ডাকা হয়েছে ৷এটা সরকারের বিষয়, চাইলেই যে তাকে ডাকা হবে এটা তো নয়, পাশাপাশি পরের মাসে উত্তরবঙ্গের ভোট ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন জিডিএ সমস্যার এখনও সমাধান হয়নি, যার জন্য এত আন্দোলন।