বাগডোগরা বেঙডুবির সেনাবাহিনীর ছাউনীতে দাঁতাল হাতি

এনএফবি,দার্জিলিংঃ

বুধবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা বেঙডুবির সেনাবাহিনীর ছাউনীতে এক দাঁতাল হাতির আগমন ঘটল।

এদিন, বাগডোগরা জঙ্গল থেকে বেরিয়ে সেনাবাহিনীর ছাউনী ঘুরে ফের জঙ্গলে ঢুকে যায় দাঁতাল হাতিটি।

অপরদিকে দাঁতাল হাতিটিকে দেখে প্রাতঃভ্রমণে বেরিয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে প্রাতঃভ্রমণকারীরা। বেশকিছু সময় সেনাবাহিনীর ছাউনী ঘোরাঘুরি করার পর জঙ্গলে চলে যায় দাঁতাল হাতিটি ।