অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ইডেনে বোর্ড সভাপতি বনাম বোর্ড সচিব প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে নেমেই সৌরভের চেনা বাপি বাড়ি যা স্টেপ আউট। মারেন তিনটি ওভার বাউন্ডারি। অপরাজিত থাকেন ৩৫ রানে। বোলিং করতেও দেখা গেল তাঁকে। যদিও, মাত্র ১ রানে হেরে যায় তাঁর দল। সৌরভের টিমে খেলেন মহম্মদ আজহারউদ্দিন ও অভিষেক ডালমিয়াও।