মুম্বইয়ের আলো বিভ্রাটের শিকার কনওয়ে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের আইপিএল (ipl) – এ আম্পায়ারিং বিতর্ক চেন্নাই সুপার কিংস ব্যাটার ডেভন কনওয়ে বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক আম্পায়ারিংয়ের । ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা, অস্ট্রেলিয়ার ড্যানিয়েল সামস তাকে প্যাডে ফাঁদে ফেলার পর নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটার তার প্রথম ওভারের প্রথম বলেই আউট হয়ে যায় । যা নিয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা যায় এই কিউই ব্যাটারকে। তিনি রিভিউ নিতে পারেননি, টেকনলজি সমস্যা দেখা দেয়। এর আগে আইপিএলে ইডেন গার্ডেন্সে আলো নিভে যায়। এবার মুম্বইয়ে হল এমন ঘটনা।

মুম্বই বনাম চেন্নাই ম্যাচ আইপিএলে ক্লাসিকো হিসেবে পরিচিত হলেও এবার তাঁদের লড়াই সেভাবে প্রাধান্য পাচ্ছে না। কারণ মুম্বই ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর চেন্নাইয়ের পরিস্থিতিও ভালো নয়। তবে তাঁদের হালকা সুযোগ আছে প্লে অফে যাওয়ার। একই সঙ্গে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় দলের চিন্তা বেড়েছে।
সব ম্যাচে জিতলেও মহেন্দ্র সিং ধোনির দলকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের ফলের দিকে। ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

টসের সময় ফ্লাডলাইটের একাংশ নিভে যাওয়ায় টস হয় কয়েক মিনিট দেরিতে। রোহিত শর্মা টস জিতে বলেন, এই মাঠের প্রকৃতির কথা চিন্তা করেই প্রথমে আমরা ফিল্ডিং করব। আশা করি, তা দলের পক্ষে ইতিবাচকই হবে।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, আমাদেরও পরিকল্পনা ছিল প্রথমে ব্যাট করার। চলতি দুই দলের সাক্ষাতে ফিনিশার ধোনির সৌজন্যে জয় পায় চেন্নাই।
ipl ইতিহাসে এলক্লাসিকোর লড়াইয়ে ৩৩ বার মুখোমুখি হয় দুই দল। ১৯টিতে জিতেছে মুম্বই, চেন্নাই জয় ১৪টি ম্যাচে। এদিনও মুম্বই জার্সি তে সচিন পুত্রর অভিষেক হয়নি, ২১ বছরের ট্রিস্টান স্টাবসের অভিষেক হলো । এদিন আবার ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড নিজের ৩৫তম জন্মদিনে দল থেকে বাদ পড়েন ।
প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মঈন আলি, ডোয়েইন ব্র্যাভো, মুকেশ চৌধুরী, মহিশ থিকশানা, সিমরজিৎ সিং

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক বর্মা, রামনদীপ সিং, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, হৃতিক শোকিন, জসপ্রীত বুমরাহ, রাইলে মেয়ারডিথ, কুমার কার্তিকেয়