আগরতলা, এনএফবি ডেস্কঃ
ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা মানিক সাহা। রবিবার ত্রিপুরার রাজভবনে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপাল। এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বামেরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
প্রসঙ্গত, শনিবার বিকেলে আচমকাই পদত্যাগ করেন ত্রিপুরার সেই সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে কী কারণে এই ইস্তফা তা খোলাসা করেন নি তিনি। বিপ্লবের ইস্তফার পরপরই বিজেপির পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক সাহাকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। গোষ্ঠী কোন্দল নিয়ন্ত্রণ করতেই এই মুখ বদল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও বিপ্লব দেব জানিয়েছেন সংগঠনের কাজের জন্যই এই পদত্যাগ। যদিও দলীয় কোন্দল চাপা দেওয়া যায়নি। গতকালকের পর থেকেই প্রকাশ্যে এসেছে আভ্যন্তরীণ দ্বন্দ্বের দৃষ্টান্ত।
বিজেপি শাসিত রাজ্য কার্যকাল শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর মুখ বদল এই প্রথম নয়। এরপূর্বে উত্তরাখণ্ড, গুজরাটে এই পরিবর্তন ঘটিয়েছে বিজেপি।