বইয়ে দলের সমালোচনা, অস্বস্তিতে পাঁশকুড়া ব্লক তৃণমূল

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বই লিখে তার মধ্যে দলের অভাব-অভিযোগের কথা তুলে ধরলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্তি জানা। রবীন্দ্র জয়ন্তীর দিন প্রকাশ পাওয়া তার লেখা ‘পাঁশকুড়া রাজনৈতিক ঘটনাবলী ও আমি’ বইতে পাঁশকুড়ার উন্নয়ন ও শাসক দলের নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্লক সভাপতি। বইয়ের পাতায় লেখা রয়েছে-“পাঁশকুড়া অবিভক্ত মেদিনীপুরের প্রবেশ দ্বার। কিন্তু পাঁশকুড়া নিয়ে কেউ ভাবেনি। বাম আমলে এপিএএল কারখানা ছাড়া আর কোন কারখানা পাঁশকুড়ায় হয়নি। তৃণমূলের আমলে বেশ রাস্তাঘাট হয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম। এখনও পাঁশকুড়ার মানুষকে এক হাঁটু জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। ১৯৫২ সালে মন্ত্রী পরিষদী গঠনের পর ৬৯ বছর কেটেছে, তাঁর মধ্যে ৩০ বছর পাঁশকুড়ার অনেক নেতা সরকারের মন্ত্রী হয়েছেন, কিন্তু পাঁশকুড়ার চেহারা বদলায়নি।” তিনি জানিয়েছেন, “আমি যা লিখেছি দলের স্বার্থে ও পাঁশকুড়া মানুষের স্বার্থে। আমি মনে করি এতে দলের কোন ক্ষতি হবে না বরং দল আরও শক্তিশালী হবে।

হানিফ মহম্মদ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। নিজস্ব চিত্র

যদিও এই প্রসঙ্গ নিয়ে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলকে। এই সম্বন্ধে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা স্বাগতা মান্না বলেন, ” গত ১০ বছর ধরে ওনার শুভবুদ্ধি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানায়। পাশাপাশি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।”