আনিস মৃত্যু মমলায় ঘুরপথে পুলিশের গাফিলতি মেনে নিল রাজ্য

এনএফবি, কলকাতাঃ

আনিস খান মৃত্যু মামলায় নয়া মোড়। আমতার এই ছাত্র নেতা আত্মহত্যা করেন নি, দুর্ঘটনাজনিত হত্যার শিকার তিনি- মঙ্গলবার হাইকোর্টে এমনটাই জানালেন সরকার পক্ষের আইনজীবী। অর্থৎ ঘুরপথে এই মৃত্যু কান্ডে পুলিশের গাফিলতি আদালতে মেনে নিল সরকার। পুলিশের ভুমিকায় সরকার যে সন্তুষ্ট নয়, সেটাও স্পষ্ট হয়েছে সরকার পক্ষের আইনজীবীর বক্তব্যে।
মঙ্গলবার আনিস মৃত্যু মামলায় হাইকোর্টের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন,” আমরা অভিযুক্ত পুলিশের পক্ষে সওয়াল করছি না। আত্মহত্যা হয়েছে এ কথাও কেউ বলছে না। এটা দুর্ঘটনাজনিত হত্যা। কিন্তু এখানে যেহেতু কোনও সাক্ষী নেই সেটাই সবচেয়ে বড় সমস্যা।“ একইসঙ্গে এজি বলেন, “ পুলিশ তল্লাশি কোনও আইন মেনে হয়নি। তথ্য বলছে এতে কোনও মোটিভ নেই।“
রাজ্যের পক্ষ থেকে আরও জানানো হয়েছে,” ছাত্র নেতার ফোন হায়দারাবাদের ফরেন্সিক ল্যাবে গিয়েছে। সেখানে আইনজীবীর সঙ্গে কথোপকথনও পাওয়া গিয়েছে। এক আইনজীবী বলছেন, ‘তুমি এবার অ্যারেস্ট হবে।‘”
আনিস খান মামলায় কোন পর্যায়ে তদন্ত হচ্ছে তা নিয়ে ভাবিত হাইকোর্ট- এমনটাই জানিয়েছেন বিচারপতি।