প্রথমবার রাজস্থানের ট্রফি জয়ের স্মৃতি তে ডুব সঞ্জুর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইতিহাসের সামনে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস। রবিবার গুজরাট টাইটন্সকে হারাতে পারলেই দ্বিতীয় বার ট্রফি ঘরে তুলবে রয়্যালসরা। প্রথম আইপিএল ২০০৮ সালে শেন ওয়ার্ন এর নেতৃত্বে জেতে রাজস্থান। সেবারই প্রথম আর শেষ। এরপর তারা কোনোদিন প্লে অফও খেলতে পারেনি। এবার এসেছে সুযোগ। সেই স্মৃতিতে গিয়ে বর্তমান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন জানালেন,”আমি তখন খুব ছোট ছিলাম সেটা প্রথম আইপিএল মরশুম ছিল। মনে আছে অনুর্ধ ১৬ টুর্নামেন্টে কোথাও খেলেছিলাম কেরালা তে। ফাইনালটা আমি আমার বন্ধু দের সঙ্গে দেখছিলাম। মনে আছে যখন শোয়েল তনবির winning short মারলো আর শেন ওয়ার্ন non stricker জায়গা থেকে দৌড়াল। এই মুহূর্ত ভুলতে পারবো না।”

১৪ বছর পর ফের আইপিএল জেতার লক্ষ্যে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামবে গোলাপি ব্রিগেড ৷ প্রথম সংস্করণের নীল-তুতে জার্সির রঙ বদলে গেলেও প্রিয় ‘ওয়ার্নি’কে রয়্যালসরা ভোলেনি ৷ আর এবার ট্রফি জিতলে সেটা সদ্য প্রয়াত ওয়ার্নকে দেওয়া সেরা উপহার হবে তাঁদের। রবিবার সেই লক্ষ্য নিয়েই দ্বিতীয় বার ট্রফি জয়ের জন্য ঝাঁপাবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস । দ্বিতীয় এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এ বারের আইপিএল চতুর্থ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বাটলার। ৬০ বলে বাটলারের ১০৬ নট আউট ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়। সেই বাটলার ও ওয়ার্নিকে মিস করে জানালেন, “রাজস্থানে শেন ওয়ার্নার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রথম মরশুমেই আমাদের সাফল্য এনে দিয়েছে। ফাইনালে ওকে প্রচণ্ড মিস করব। কিন্তু এটাও জানি, ওয়ার্ন নিশ্চয়ই উপর থেকে আমাদের দেখছে।এই মরশুমে খুবই কম প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিলাম। তবে হ্যাঁ, শক্তি ছিল অনেক। ফাইনালে উঠতে পেরে মনে হচ্ছে, ভালই খেলেছি। এই মরশুমটা দুটো অর্ধে ভাগ করতে চাই। একটা ভাল গিয়েছে। এখন খারাপ। আমার কাছের মানুষ যারা, সেই কুমার সঙ্গকারা এবং ট্রেভর পেনির সঙ্গে খোলামনে অনেক কথা বলতে পেরেছি।”
প্রসঙ্গত ২০০৮ সালের ফাইনাল মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হয়। মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে সুরেশ রায়নার ৩০ বলে ৪৩ আর এম এস ধোনির ১৭ বলে ২৯ রানের উপর ভর করে চেন্নাই ১৬৩ তোলে। জবাবে ইউসুফ পাঠানের ৩৮ বলে ৫৬রানের সৌজন্যে রাজস্থান ফাইনাল জেতে। একদম জুনিয়র ক্রিকেটারদের নিয়ে রাজস্থানকে চ্যাম্পিয়ন করে ইতিহাস করেন ওয়ার্ন।