এনএফবি,মুর্শিদাবাদঃ
টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের , আহত হয়েছে আরও দুইজন ৷
জানা গেছে ,রবিবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায়। মৃত টোটো চালকের নাম সিরাজ শেখ, তার বাড়ি হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায়, অপর জনের নাম অজিফা বিবি। মৃত মহিলার বাড়ি বহরমপুর থানার শিমুলিয়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায়। পরিবার সূত্রে জানা যায় হরিহরপাড়ায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল তারা। পরিজনের মধ্যে একজন হৃদরোগে অসুস্থ হওয়ায় তাকে গতকাল হরিহরপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
আবার এদিন সকালে টোটোতে করে মৃতদেহ দেখতে যাওয়ার সময় টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় পরিবারের দুইজনের এবং আহত হয়েছে আরও দুইজন। স্বভাবতই গোটা পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।