নেপালে নিখোঁজ যাত্রীবাহী বিমান

এনএফবি ডেস্কঃ

রবিবার সকালে পোখরা থেকে জমসন যাওয়ার পথে নেপালের মাঝ আকাশে নিখোঁজ যাত্রীবাহী বিমান। ৪ জন ভারতীয়, ২ জন জার্মান, ১৩ জন নেপালের নাগরিক ও ৩ জন ক্রু মেম্বার, মোট ২২ জন যাত্রী রয়েছেন বিমানটিতে। এই ঘটনাকে কেন্দ্রে করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পড়শি দেশে। নাগরিকদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও।

কাঠমান্ডু পোস্ট নামে নেপালের এক সংবাদমাধ্যমের বিবৃতি অনুযায়ী, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। রবিবার সকাল ৯.৫৫ মিনিটে এটিসির সঙ্গে শেষ বারের মতো যোগাযোগ হয় বিমানের পাইলটের। কিন্তু তারপর থেকে এটিসির সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।