সামশেরগঞ্জে তালা ভেঙে দুঃসাহসিক চুরি

lock

এনএফবি, মুর্শিদাবাদঃ

বাড়িতে না থাকার সুযোগে দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন মালঞ্চা গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ির মালিক সেনারুল শেখ সপরিবার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে সকালে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ৷ নেই ঘরের আলমারীর মধ্যে থাকা সাড়ে চার ভরি সোনার গয়না সহ বেশ কিছু নগদ টাকা ৷ গোটা ঘটনার বিবরণ দিয়ে বাড়ির মালিকের পক্ষ থেকে সামশেরগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয় ৷

এই দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷