বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনে প্রশাসনিক আধিকারিক গণ

এনএফবি,বালুরঘাটঃ

জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে বালুরঘাটের এয়ারপোর্ট পরিদর্শন করলেন রাজ্য পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর এলাকার এয়ারপোর্ট পরিদর্শনে তার সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক আয়েশা রানী এ সহ জেলার আধিকারিকরা।

মূলত, বড় বিমান নামাতে বালুরঘাটের এয়ারপোর্টের রানওয়ে বাড়ানো হবে। বর্তমান এয়ারপোর্টের যা দৈর্ঘ্য রয়েছে, তা আরও ৪০০ মিটার বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এখন কিভাবে কোন দিকে ওই এয়ারপোর্টের রানওয়ে বাড়ানো যায় এবং অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা।

নিজস্ব চিত্র

এখন জেলাবাসীর মুখে একটাই কথা, দক্ষিণ দিনাজপুর জেলায় কবে থেকে প্লেন নিয়মিত চলবে বা রাজ্য সরকার জেলা থেকে প্লেন চালানোর পরিকল্পনার বাস্তবায়ন করে জেলাবাসির স্বপ্ন বাস্তবায়িত করবেন ৷