এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সকল শক্তির আধার মাতৃশক্তি। কন্যাশ্রীরাই আগামীদিনের মাতৃশক্তি তাই মাতৃশক্তির মঙ্গলকামনায় অরণ্য ষষ্ঠী উপলক্ষে অভিনব কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করলো দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যে বাল্যবিবাহ অনেকটাই নির্মূল করা গেছে। আগামীদিনে কন্যাশ্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে সেই লক্ষ্যে আজ বালুরঘাট শহরের কাঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এই কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করা হয়।
এদিন কন্যাশ্রীদের মঙ্গলকামনায় ষষ্ঠী পূজার পাশাপাশি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী কন্যাশ্রী দের হাতে ষষ্ঠী পূজার সুতো বেঁধে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন। কন্যাশ্রীদের মঙ্গল কামনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কন্যাশ্রী রাও।