এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করল পূর্ব মেদিনীপুরের ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুলের ছাত্র ঋচীক সামন্ত, তার প্রাপ্ত নম্বর ৪৯২।
ঋচীক জানায় ,সে এই ধরণের রেজাল্ট করবে নিজেও ভাবতে পারেনি। এই কৃতিত্বের জন্য সে তার বাবা-মাকে সাফল্যটি অর্পণ করতে চায়। সেই সঙ্গে তার যারা প্রাইভেট টিউটর শিক্ষক ছিলেন তাদের প্রতি তাঁর এই অভূতপূর্ব সাফল্য বলে মনে করেছে।দিনে ৭-৮ ঘন্টা পড়াশোনা করতো। ভবিষ্যতে ম্যাথেম্যাটিক্স অনার্স পড়তে চায় সে ।