এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
মহার্ঘভাতা প্রদান সহ চার দফা দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কর্মবিরতি পালন করল কর্মীরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাকর্মী সমিতির ডাকে বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এই সংগঠনের জেলা কর্মকর্তা যীষ্ণু নিয়োগী বলেন, মহার্ঘভাতা প্রদান, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, রাজ্য স্বাস্থ্য বীমার অধিনে আনার পাশাপাশি অবসরের দুমাসের মধ্যে পেনশন চালুর দাবি রয়েছে। আন্দোলনকারীদের কথায়, এই কার্যালয়ে ৪৬ জন কর্মী থাকার কথা। অথচ মাত্র ১৫ জনকে দিয়ে কাজ করানো হচ্ছে। এর আগে আবেদন নিবেদন করে লাভ হয়নি। সেকারণে এবার কলম বন্ধ বা কর্মবিরতি করে চলে তাদের এই আন্দোলন।