অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সচিবের চেয়ারে বসার আগেই ছক্কা হাঁকালেন অনির্বাণ দত্ত। তার প্রচেষ্টায় আইএফএ তে এলো নতুন স্পনসর।আইএফএ-এর ‘‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’’। বাংলার অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলকে স্পনসর করবে সেনকো। যুব মহিলা দলের জার্সিতে নতুন স্পনসরের লোগো লাগানো ছবি পাওয়া গেল এদিন । শনিবার জাতীয় টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-১৭ মহিলা দল গুয়াহাটি রওনা দেবে। তার আগেই এগিয়ে এলো সেনকো।
বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’এর ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন আইএফএ-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,”আমরা বরাবরই ফুটবলের সমর্থক। আইএফএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।”
সন্তোষ ট্রফির জন্য সিনিয়র বাংলা দল স্পনসরহীন ছিল। জয়দীপ মুখার্জি ব্যক্তিগত উদ্যোগে ইস্টবেঙ্গল, মহমেডান ও মন্ত্রী সুজিত বসুর সাহায্য নিয়ে বাংলা দলের ফুটবলারদের পরিষেবা দিতে পেরেছিলেন। সেখানে প্রচারের বাইরে থাকা অনূর্ধ্ব–১৭ বাংলা মহিলা দলের জন্য সেনকো গোল্ডের স্পনসর হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। হবু সচিব অনির্বাণ বলেন,”সেনকোকে অনূর্ধ্ব-১৭ বাংলা মহিলা দলকে স্পনসর করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। সেনকো গ্রুপকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ফুটবলকে ভাল বেসে এসেছেন ওরা।”