বাংলার বিহার সীমান্ত থেকে হরিণের শিং- সহ ধৃত ২

এনএফবি,দার্জিলিংঃ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাংলার বিহার সীমান্তের চেকরমাড়িতে অভিযান চালায় এসএসএবি। এরপর দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে হরিণের শিং উদ্ধার হয়। হরিণের শিং সহ দুজনকে ঘোষপুকুর বনবিভাগে তুলে দেয় এসএসএবি। ধৃতদের নাম অনিল কুমার প্রামাণিক(৬৭) এবং এমডি রসিদ(৪১)। দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা।

এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, যে এসএসএবি অভিযান চালিয়ে হরিণের শিং সহ দুজনকে আটকে করে। এরপর আমাদের হাতে তুলে দেয়। ধৃতদের কাছ থেকে একটি ৪১ সেন্টিমিটার ও ২১ সেন্টিমিটার হরিণের শিং উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া হরিণের শিং কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।

ধৃত ৷ নিজস্ব চিত্র