এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য সড়কে উল্টে গেলো পণ্যবাহী পিক-আপ ভ্যান আর তার থেকে বেরোচ্ছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। প্রাণ ভয়ে দৌড়ে পালালো রাজ্য সড়কের ধারে থাকা বিভিন্ন দোকানের কর্মীরা। শুক্রবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থেকে পাঁশকুড়া গামী একটি মৌমাছি বোঝাই পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপরে গলাখালি এলাকায় উল্টে যায়। আর সেই সময় গাড়ি উল্টে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে গাড়ির ভিতর থেকে। রাজ্য সড়কের ধারে দোকানদারেরা প্রাণভয়ে পালিয়ে যায় । অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক । পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়।
এই খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।