স্কুল ইউনিফর্ম ভর্তি টোটো আটক জলঙ্গীতে

এনএফবি,মুর্শিদাবাদঃ

স্কুল ইউনিফর্ম ভর্তি এক টোটো কে আটকালো স্থানীয়রা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গী সীমান্ত হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জলঙ্গীর ফরিদপুর এলাকা থেকে একটি টোটো স্কুল ইউনিফর্ম ভর্তি করে ডোমকলের দিকে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়াতে তারা ওই টোটোকে ধাওয়া করে। ডোমকলের হারুরপাড়া মাঠ এলাকায় এসে ওই টোটো কে আটকায় স্থানীয়রা। সাময়িক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদপুর স্বয়ম্ভর গোষ্ঠীর সভানেত্রী পাপিয়া খাতুন এই পোষাক ডোমকলে পৌঁছাতে বলেন ঐ টোটো চালককে। কিন্তু এই পোষাক যাবে কোথায় তা স্পষ্ট নয় স্থানীয়দের মনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জলঙ্গীর বিডিও সোভন দাস সহ জলঙ্গী থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ইউনিফর্মগুলি। তবে অতিরিক্ত পোষাক বানানো অন্যায় বলে বিবেচিত করেন বিডিও সোভন দাস। এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাও হবে বলে জানান। যদিও এ বিষয়ে অভিযুক্ত পাপিয়া খাতুনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রশাসনের উপস্থিতি ।নিজস্ব চিত্র
ইউনিফর্ম ভর্তি টোটো। নিজস্ব চিত্র